চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় অতিরিক্ত দামে চিনি বিক্রি করায় এক দোকানীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক সজল আহমেদ জানান, গোপন সংবাদ ভিত্তিতে চুয়াডাঙ্গার সরোজগঞ্জের আসাদুল স্টোরের মালিক ২৩ দিন আগের ৭৮ টাকা কেজি দরে ক্রয়কৃত চিনি সরকার নির্ধারিত দামের অতিরিক্ত ১০০ টাকা দরে বিক্রয়ের করছে এমন অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে প্রমান পায়।
এছাড়া প্রতিষ্ঠানটি থেকে বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষিত প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়, নিত্যদিনের মূল্যতালিকাও প্রদর্শন করা নাই। উল্লেখিত অপরাধে প্রতিষ্ঠানটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৮, ৪০ ও ৫১ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় সবাইকে সরকার নির্ধারিত ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।