বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের চট্টগ্রাম
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. ইসলামিক
  8. কবিতা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি সংবাদ

জজের ড্রাইভারকে মারধর করায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা দায়ের

প্রতিবেদক
দৈনিক ভোরের আওয়াজ
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ

জজের ড্রাইভারকে মারধর করায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা দায়ের

মাদারীপুর জেলা ও দায়রা জজের মাইক্রোবাসের ড্রাইভার কে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় মাদারীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা বিরুদ্ধে  আদালতে বুধবার দুপুরে একটি মামলা দায়ের হয়েছে। জেলা জজের ড্রাইভার মোঃ হাফিজুর রহমান বাদী হয়ে সরকারি কাজে বাধা দান এবং মারপিট করার অভিযোগ এনে এ মামলা দায়ের করেন মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল মো: ফয়সাল আল মামুন বাদির অভিযোগ আমলে নিয়ে  আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।

মামলার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার রাতে পৌনে নয়টায় মাদারীপুর সার্কিট হাউস থেকে জেলা জজের একটি মাইক্রোবাস বের হওয়ার সময় বিপরীতমুখ হইতে কোন ইন্ডিকেশন না দিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা প্রাইভেট কার প্রবেশের সময়  মুখোমুখি হলে চালকের আসনে বসা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব বের হয়ে জেলা জজের ড্রাইভারকে অকথ্য ভাষায় গালিগালাজ  ও তাকে মারধোর করে এবং দুই ঘণ্টা আটকে রাখে। পরে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।

এব্যাপারে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বাবুল আক্তার ও সিনিয়র আইনজীবী মোহাম্মদ জাফর আলী মিয়া বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে একজন বিচারকের ড্রাইভারকে মারধর করা এবং সরকারি কাজে বাধা দেওয়া ঘটনা কোনক্রমে পেশাদার আচরণ হতে পারে না। এ কারণে আমরা আইনের আশ্রয় নিয়েছে আশা করি আদালত আমাদের ন্যায় বিচার করবেন।

অভিযোগের বিষয়ে  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা বলেন, মামলার বিষয়ে এখনো কিছু আমি জানি না। ত‌বে আমি বুধবার সকা‌লে ওই চাল‌কের বিরু‌দ্ধে এক‌টি অ‌ভি‌যোগ দি‌য়ে‌ছিলাম কিন্ত সেটা কেউ রি‌সিভ ক‌রে‌নি।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য নির্বাচিত