বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের চট্টগ্রাম
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. ইসলামিক
  8. কবিতা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি সংবাদ

জমি নিয়ে বিরোধ চাঁপাইনবাবগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন।

প্রতিবেদক
দৈনিক ভোরের আওয়াজ
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ

জমি নিয়ে বিরোধ চাঁপাইনবাবগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন।
শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। ২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিয়ালা গাবতলা এলাকায় বড় ভাই ইলিয়াস হোসেনের হাতে ছোট ভাই গোলাম মোর্শেদ মিলন (৪০) খুন হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি আলমগীর জাহান জানান, একই বাড়িতে দুই ভাই থাকত। তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় ও জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। বিরোধ মিমাংসার জন্য ১ ফেব্রুয়ারি (বুধবার) রাতে দুই ভাইকে নিয়ে স্বজনরা আলোচনায় বসেছিলেন। এরপর সকালে ঘুমিয়ে থাকা অবস্থায় ছোট ভাই মিলনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়।
মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে ছোট ভাই গোলাম মোর্শেদ মিলন খুন হয়েছে বলে জানায় পুলিশ।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক