টাঙ্গাইলের কালিহাতি থানার পাঁচ চারান এলাকায় মানসিক প্রতিবন্ধি ছেলে রাশেদ (৩০) তার বাবা আজগর আলী (৬৫) কে হত্যা করেছে। বাবাকে হত্যার পর রাতভর মরদেহের পাশেই বসে থাকে সে। সকালে তিনি নিজেই গ্রামের মসজিদের ইমামকে দিয়ে স্থানীয় মসজিদে হত্যার বিষয়টি প্রচার করতে বললে রাশেদকে আটক করে স্থানীয় জনতা।
গত সোমবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পাঁচ চারান এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার ২ আগস্ট সকালে পুলিশ গিয়ে আলী আজগর আলীর মরদেহ উদ্ধার ও রাশেদকে গ্রেপ্তার করে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, রাশেদ মানসিক ভারসাম্যহীন যুবক। রাতে হঠাৎ করেই কুড়াল দিয়ে তার বাবা আজগর আলীকে কুপিয়ে হত্যা করে।
তিনি আরও জানান, রাশেদ স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে জানায় যে সে তার বাবাকে হত্যা করেছে আপনি একটু মাইকে প্রচার করেন। এ সময় ইমাম স্থানীয়দের সহযোগীতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেয়।