টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির মিছিলে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করেছে পুলিশ। সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঘাটাইল উপজেলা বিএনপি। অপরদিকে সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ।
সকাল ১১ টার দিকে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদের নেতাকর্মীরা মিছিল বের করে স্ট্যান্ড এলাকায় পৌছালে ছাত্রদলের মিছিলে হামলা চালায় পুলিশ। এসময় ছাত্রদের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। অপরদিকে উপজেলা বিএনপির নেতাকর্মীরা পুলিশের বাধা অতিক্রম করে মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ পাড়া এলাকায় এসে শেষ হয়।
পরে মিছিল শেষে দক্ষিণ পাড়া এলাকার সমিল রোডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আনোয়ারুল আজিম রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, পৌর বিএনপির সদস্য রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব সৌরভ, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাসির উদ্দিন রনি, সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।