টাঙ্গাইলের মধুপুরে বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় আব্দুল আওয়াল ও নুরুননবী নামে আরো দুইজন কে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার।
এর আগে ঘটনার ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় মূল আসামী রাজা মিয়া কে। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা দেওলাতে অভিযান চালায়। এ সময় তাকে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
গত মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঈগল পরিবহনের একটি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর যাত্রীবেশে ওঠা ডাকাতদল যাত্রীদের জিম্মি করে। পরে ডাকাতরা যাত্রীদের হাত, মুখ, চোখ বেঁধে তাদের কাছে থাকা মোবাইল, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরে ডাকাতরা এক নারী যাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।
ছিনতাই করা বাসটি টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের রক্তিপাড়া এলাকায় গতি কমিয়ে অন্য একটি পরিবহনে পালিয়ে যায়। পরে রক্তিপাড়া বাসস্ট্যান্ডের দেড় শ গজ উত্তরে চলন্ত বাসটি মসজিদের পশ্চিম পাশে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার শব্দে স্থানীয়রা এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করে। পরে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন।