টাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ীকে পাঁচ কেজি গাঁজাসহ আটক করেছে র্যাব-১২।
২৯ জুলাই শুক্রবার বিকেলে সদর উপজেলার বাঘিল থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তিরা টাঙ্গাইল সদর উপজেলার বাগিল বাজারের আব্দুল কুদ্দুছের ছেলে শাহদাত (২৫) ও বাচ্চু মিয়ার ছেলে ফারুক আহম্মেদ (২৮)।
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সদর উপজেলার বাঘিল এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল, ১টি সিমকার্ড ও নগদ ছয় শত টাকা জব্দ করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকের প্রতি সরকারের জিরো টলারেন্স নীতির পরও সহজেই মাদক ব্যবসা পরিচালনা করে আসছে তারা।
এলাকাবাসী এসব মাদক কারবারিদের কঠিন শাস্তি দাবি করেছেন।