শনিবার , ২৮ জানুয়ারি ২০২৩ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের চট্টগ্রাম
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. ইসলামিক
  8. কবিতা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি সংবাদ

ডাসারের ১৩ বছরের নাবালিকা মেয়ে গৃহপরিচারিকার কাজে নিয়ে বোয়ালমারীতে ধর্ষন।

প্রতিবেদক
দৈনিক ভোরের আওয়াজ
জানুয়ারি ২৮, ২০২৩ ৯:২৩ পূর্বাহ্ণ

ডাসারের ১৩ বছরের নাবালিকা মেয়ে গৃহপরিচারিকার কাজে নিয়ে বোয়ালমারীতে ধর্ষন।
 মাদারীপুর প্রতিনিধি —
মাদারীপুর জেলার নবগঠিত ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ঘুগিয়াকুল গ্রামের ১৩ বছরের নাবালিকা সঙ্গীতা বৈরাগীকে (ফরিদপুর): জেলার বোয়ালমারী উপজেলার গোপালপুর সদর এলাকায় জোরপূর্বক ধর্ষন করেছে বলে জানা যায়।
জানা যায় মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের এক নাবালিকা মেয়েকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গোপালপুর সদরের কলেজ রোড এলাকায় গৃহপরিচারিকার কাজে নিয়ে ঔষুধ কোম্পানীর রিপ্রেজেন্টিটিভ বিবেক বালা (৩৭) নামের এক লম্পট ধর্ষন করে।
 ভূক্তভূগি ও ধর্ষিতার স্বজন ও এলাকাবাসী জানান, সঙ্গীতা বৈরাগী অপ্রাপ্তবয়স্ক, তার পরিবার হত দরিদ্র হওয়ায় মাসিক ২ হাজার টাকা বেতনে গৃহপরিচারিকার কাজে সঙ্গীতা বৈরাগীকে তার বাবা মা দুই বছর আগে বিবেক বালা ও তার স্ত্রী মৃদুলা বাংলার বাসায় বোয়ালমারীতে কাজে পাঠান।
ধর্ষীতা সঙ্গীতা বালা বলেন, বিবেক বালার স্ত্রী মিদুলা বালা বাসা থেকে বেরিয়ে অফিসে জাওয়ার পরে বিবেক বালা আমার উপর ঝাপিয়ে পড়ে আমাকে জোর পূর্বক আমার ইচ্ছার বিরুদ্ধে মুখ চাপিয়া ধররিয়া ধর্ষণ করতো আমি চিৎকার দিতে চাইলে আমার গলায় ছুরি ধরে মেরে ফেলার হুমকি দিতো।
আমি এই কথা মৃদুলা বালাকে জানাইলে তিনি আমাকে এ কথা কাউকে না বলার জন্য বিভিন্ন ধরনের ভয়ভিতি দেখায় এবং আরো বলে এই কথা তোর বাবা মা কে জানালে তোকে মেরে ফেলবো তখন আমি তাদের ভয়ে বাসা থেকে পালিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি।
এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়, এবিষয়ে গত (২৭.০১.২০২৩ইং) তারিখ শুক্রবার বিকালে বোয়ালমারী থানায় ধর্ষিতার বাবা বিশ্বজিৎ বৈরাগী বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০৩ সংশোধনী) ৯(১)(ক) ধারায় একটি মামলা দায়ের করেন।
ধর্ষিতার বাবা বিশ্বজিৎ বৈরাগী সাংবাদিকদের বলেন, আমি একজন হত দরিদ্র গরিব মানুষ,আমি পেশায় একজন ভ্যান চালক আমার সংসারের অভাব অনটনের মধ্যে দিয়ে চলে তাই দুই বছর আগে হঠাৎ করে আমার প্রতিবেশী, বিষ্ণু বাইন(মাস্টার) বলে তোমার সংসার অভাবে চলে তুমি তোমার মেয়ে সঙ্গীতাকে বোয়ালমারী আমার ভাগ্নি জামাই বিবেক বালার বাসায় কাজে দিলে তোমার মেয়েকে ২ হাজার টাকা বেতন দিবো, আমি তার কথায় রাজি হয়ে তার ভাগ্নি জামাইয়ের বাসায় গৃহপরিচারিকার কাজে মেয়েকে দেই, সেখানে আমার মেয়েকে বিবেক বালা গত ২৫ শে ডিসেম্বর ২০২২ ইং তারিখে জোরপূর্বক ধর্ষণ করে বিবেক বালা।
পরে ওখান থেকে আমার মেয়ে সঙ্গীতা পালিয়ে বাড়িতে এসে ঘটনা আমাদের বলেন,পরে আমি কৃষ্ণ বাইন(মাস্টার) কে ঘটনা জানাইলে তিনি আমাকে উল্টা আরো হুমকি ধামকি দিয়ে বলেন এসব নিয়ে তুই কারোও কাছে জানাজানি করলে তোকে মেরে ফেলবো বলে হুমকি দেয়, আমি এই ধর্ষকের বিচার চাই।
তিনি আরো বলেন, আমি বোয়ালমারী থানায় মামলা দায়ের করেছি, মামলা দায়ের করার সাথে সাথে বোয়ালমারী থানা পুলিশ ধর্ষক বিবেক বালাকে  গ্রেপ্তার করে ফরিদপুর জেলা কারাগারে পাঠিয়েছে।
 এবিষয়ে বোয়ালমারী থানার ইন্সপেক্টর তদন্ত সুমনের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমরা ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ধর্ষিতার একটি সালোয়ার উদ্ধার করেছি এবং ভিকটিম কে আজকে মেডিকেলে পাঠানো হবে।
 তিনি আরো বলেন,বিবেক বালা পিতা মৃত্যু বিনয় কৃষ্ণ বালা ও তার স্ত্রী মৃদুলা বালা দুই জনই চাকরির সুবাদে বোয়ালমারী সরকারী কলেজ রোড এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন, আসামীর স্থায়ী বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার গোবিন্দপুর গ্রামে।
 এ ব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আক্কাস আলী শেখ জানান, আসামীকে আমরা তাৎক্ষনিকভাবে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ধর্ষিতার জবানবন্দি ও একই সাথে শারিরিক পরীক্ষার জন্য আজকে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা চায় বাংলাদেশ

রিক্সা আলার মেয়ে মেডিক্যালে চান্স পেয়েছে

ফেনীর সদরের রতনপুরে ২ যুবককে ছুরিকাঘাতের ঘটনায় রিফাতের জবানবন্দী,রক্তমাখা ছুরি উদ্ধার

রং নাম্বারে পরিচয়, তারপর প্রেম, তারপর দুজন সিদ্ধান্ত নেয় দেখা করার, আর প্রথম দেখাটাই যে শেষ দেখা হবে সেটা

মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তিতে বীরাঙ্গনাদের তথ্য চেয়েছে সরকার

গরীব মেধাবী এক শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক

বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অভিযান একজন আটক।

নিপা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু

বদলগাছীতে তিনবারের ইউপি চেয়ারম্যান এম, এ গফুরের মৃত্যু

বগুড়া সদরের ফাঁপরে  মশাল মার্কার নির্বাচনী   সভায় নারী ও পুরুষদের উপচে পড়া ভিড়