মাদারীপুর জেলার ডাসার উপজেলার নবগ্রামইউনিয়নে বেতগ্রাম সার্বজনীন কালি পূজায় পূর্ব শত্রুতার জেরে, অভি সরকার, দেবব্রত বৈদ্য,রিনা বৈদ্য, অভিজিৎ বৈদ্য,অমিত বৈদ্যসহ প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অভি সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বজরা।সরেজমিনে গিয়ে জানাযায় বিগত কয়দিন ধরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান কালিপুজা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে পার্শবর্তী গ্রামের ১।আসিফ লস্কর,পিতা সাহালম লস্কর ২।সাব্বির শিকদার পিং রুহুল শিকদার ৩।আফজাল শিকদার পিং নুরআলম শিকদার,৪।আসিফ প্যাদা পিং নুরু প্যাদা,৫।বাবু পিং আঃ রহিম,৬।শোভন পিং মোঃ আজিম সহ ১০-১২ জনের একটি দল কালিপুজা দেখতে গিয়ে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মেয়েদের বিভিন্ন ভাবে উক্তক্ত করতে থাকে।এতে স্থানীয় লোকজন বাধা দিলে তাদের সাথে খারাপ আচরন করে স্থান ত্যাগ করে। পরবর্তীতে গত ২৮ তারিখ বিকাল ৫ঃ০০ ঘটিকাল সময় আসিফ লস্করের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হাতুর,চাপাতি রামদা নিয়ে অতর্কিত হামলা চালায়।এতে অভি সরকার,দেবব্রত বৈদ্য,রিনা বৈদ্য,অভিজিত বৈদ্য সহ ৫-৭ জন আহত হন।আহতদের মধ্যে অভিসরকার এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হইয়াছে।এতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।সংবাদ পেয়ে ডাসার উপজেলা থেকে জেলা পরিষদের সদস্য মীর মামুন অর রশিদ,সাবেক যোগাযোগ মন্ত্রীর ভাতিজা সৈয়দ বাবু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনা স্থলে ছুটে যান এবং অপরাধিদের বিচার করার প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে শান্ত করার চেস্টা করেন৷ এবং আহত ব্যক্তিদের চিকিৎসা প্রদানের সকল ব্যয়ভার বহনের প্রতিশ্রুতি দেন।এরিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা চলছিল।