ডোমারের জোড়াবাড়ী ইউনিয়ন কম্বল বিতরণ।
বিশেষ প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
ত্রাণ ও দূর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে
শীতার্ত মানুষে দুর্ভোগ লাঘবে তৃণমূলে জেলা প্রশাসকের মাধ্যমে শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে নীলফামারী জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে ৪৫০জন অসহায় শীতার্ত মানুষের হাতে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জোড়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সাখোয়াত হাবিব বাবু। উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা খাদিজা জাহান হ্যাপি, গোলাপী বেগম সহ ওয়ার্ড মেম্বারগন।৪নং ওয়ার্ডের মীর আলীর স্ত্রী জহুরা বেগম বলেন এই কঠিন শীতে কম্বল পেয়ে আমি খুব খুশি।৬নং ওয়ার্ডের বাসিন্দা তুলশু মাহমুদের ছেলে আজগড় আলী বলেন কনকনে শীতে খুব কষ্টে জীবন যাপন করছি কম্বল পেয়ে একটু হলেও কষ্ট লাঘব হয়েছে।জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখোয়াত হাবিব বাবু বলেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে ৪৫০টি ও ব্যাক্তিগত তহবিল থেকে ১৫০টি মোট ৬০৯টি কম্বল বিতরণ করা হয়েছে।
অসহায় শীতার্ত মানুষদেরকে কম্বল দিতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতে এই কার্যক্রম চলমান থাকবে।