মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী নীলফামারীর ডোমারে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে ১৫১ কেজি পিরানহা মাছ জব্দ এবং দুইজনকে জরিমানা করা হয়।
শুক্রবার (৫ই আগস্ট) সকালে উপজেলার ডোমার পৌর কাঁচাবাজারের মাছহাটিতে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন—ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সরকারী প্রজ্ঞাপন দ্বারা পিরানহা মাছ চাষ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করা হলেও তা না মানার অপরাধে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা সহ ১৫১ কেজি পিরানহা মাছ জব্দ করে তা নষ্ট করা হয়।
এসময় ডোমার উপজেলা মৎস্য কর্মকর্তা আংগুরী বেগম সহ মৎস্য কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও ডোমার থানা পুলিশের সদস্যবৃন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।