৫দিন ব্যাপি বিষয় ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু ।
জেলা সংবাদ:নীলফামারীর ডোমারে শিক্ষা ক্ষেত্রে নতুন কারিকুলাম বিষয়ক ৫দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে “Dissemination Of New Curriculum” শীর্ষক স্কীমের আওতায় ৫দিন ব্যাপি ৬’৭’১৩’১৪ ও ১৫ জানুয়ারী বিষয় ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং ডোমার সরকারী বালিকা বিদ্যালয় দুটি ভেন্যুতে স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পর্যায়ে ৬৫৬জন শিক্ষক অংশ নেন। শিক্ষক প্রশিক্ষন কেন্দ্র পরিদর্শন করেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রবিউল আলম, ডোমার সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা বিলকিস প্রমূখ। শিক্ষক প্রশিক্ষন কর্মশালায় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন ৩৫জন প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক।