চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে পদ্মা নদীতে হঠাৎ পানিবৃদ্ধির ফলে তলিয়ে যাচ্ছে কৃষকের বিভিন্ন ধরনের ফসল ও ফসলি জমি। এতে নদীর পানিতে চরাঞ্চলে রোপন করা কালাই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
রবিবার পদ্মা নদীতে গতকালের চেয়ে ১৭ সেন্টিমিটার পানিবৃদ্ধি পেয়েছে। তবে এখনো পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জানা গেছে, উপজেলার দুর্লভপুর ইউনিয়নে চরাঞ্চলের কৃষকরা জেগে উঠা চরে কালাই রোপণ করে। এতে ফসল ভালো হলেও বিপত্তি দেখা দিয়েছে অসময়ের পদ্মা নদীতে পানিবৃদ্ধির কারণে। এতে হঠাৎ নদীতে পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে বিভিন্ন এলাকার চরাঞ্চলের ফসলি জমি ও ফসল। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। এই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জগন্নাথপুর এলাকার কৃষক আব্দুল মতিন, তোহিদুল ইসলাম,জিন্টু মিঞা জানান, এই সময়ে নদীতে পানিবৃদ্ধি পাবে সেটি কল্পনাও করিনি। পানি বাড়ার সম্ভাবনা থাকলে ফসল রোপণ করতাম না। এখনো পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে ফসল তলিয়ে গিয়ে নষ্ট হচ্ছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের সাহায্যের জন্য সহযোগীতা কামনা করেছেন।
মোহাঃ শরিফুল ইসলাম শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ