তানোর উপজেলা ২ইউনীয়ন যুবলীগের সভাপতি হৃদ রোগে আক্রান্ত হয়ে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছেন।
—————————— —————————
তানোর উপজেলা চেয়ারম্যান এবং তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এবং গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল সরকার দেখা করতে যান । মাননীয় উপজেলা চেয়ারম্যান জ্বনাব লুৎফর হায়দার রশিদ ময়না তার সঙ্গে ঢাকায় দেখা করতে যান সার্বিক সহযোগিতা প্রদান করার আস্থত করে আসেন । তিনি প্রমাণ করে দিলেন যে দলীয় বান্ধব নেতা। ঢাকা থেকে ফেরার পথে রাজশাহী বিমান বন্দরে ভি, আই, পি লাউঞ্জে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আঃ ওয়াদুদ দারা এবং তার সফর সঙ্গী গোদাগাড়ী উপজেলার যুবলীগের সভাপতি সহ রাজশাহী বিমানবন্দরে ভি, আই, পি লাউঞ্জে মত বিনিময় করেন তানোর উপজেলা চেয়ারম্যান জ্বনাব লুৎফর হায়দার রশিদ ময়না।