তাবীব মাহমুদের আহত আত্নার মুক্তি চাই সুপার হিটঃ–
রিপোর্টারঃ সাইদ আল মামুন
অমর একুশে বই মেলায় তাবীব মাহমুদ এর আহত আত্নার মুক্তি চাই বইটি বের হয়েছে। মাহমুদ জানিয়েছে অনেকের সাথে দেখা হলো। কথা হলো। বন্ধুত্ব হলো। আহত আত্মার মুক্তি চাই প্রকাশের পর আপনাদের এমন সাড়া আমাকে সুখী বানিয়েছে। আশা করি আমার পাঠকদের থাকবেনা কোনো হতাশা। সবাই হবে প্রতিদিনের কাজ কর্মঠ।
ভালোবাসা সবাইকে। আগামীকাল আবার আসার কথা জানিয়েছে। মাতৃভাষা প্রকাশের ১৩৪,১৩৫,১৩৬ নম্বর স্টলে ঠিক বিকেল ৩.৩০ মিনিটে। থাকব রাত ৮ টা পর্যন্ত থাকবে চাইলে যে কোন ভক্ত ফ্যান আড্ডা দিতে পারে।
ভালোবাসা সবাইকে।