তারাকান্দার কোরআন অবমাননাকারী আল আমিন কে ময়মনসিংহ থেকে গ্রেফতার
মোঃ আশিক মিয়া
তারাকান্দা ( ময়মনসিংহ ) প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৫নং বালিখা ইউনিয়নের পূর্ব মালিডাঙ্গা গ্রামের ৫নং ওয়ার্ডের আল আমিন (৩০) কে কুরআন শরীফ অবমাননা ও পুড়িয়ে ফেলার অভিযোগে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ।
অভিযোগের ভিত্তিতে জানা গেছে,আল আমিন (৩০) পিতা:মৃতশাহবুদ্দিন,মাতা: মোছাঃ সুফিয়া খাতুন, গ্রাম:পূর্ব মালিডাঙ্গা, ০৫নং ওয়ার্ড,ইউনিয়ন বালিখাঁ
সে একজন মাদক সেবী।
ঘটনার দিন অর্থাৎ চলতি মাসের “(৮ ফেব্রুয়ারি )” বিকাল অনুমান ০৫.৩০ টার সময় ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ এর প্রতি অবমাননাকর কথা বলে ইসলাম ধর্মকে অপদস্ত করে পবিত্র কুরআন শরীফে আগুন দেয়। আল আমিন উক্ত বিষয়টি ঘটানোর সময় তার ভাইয়ের স্ত্রী মোছাঃ জামিনা বেগম (২৬) স্বামী মোঃ শামীম মিয়া বাধা প্রদান করে। তারপরেও কোরআন শরীফে ৪০ শতাংশ পুড়ে যায়। ১০ই ফেব্রুয়ারি/২৩ সকাল ১০ ঘটিকার সময় উক্ত সংবাদটি চারদিকে দ্রুত ছড়িয়ে পড়লে মাওলানা মোঃ মোবারক হুসাইন সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানগন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আল আমিন’র বসত ঘর হইতে আংশিক পুড়ে যাওয়া কোরআন শরীফ উদ্ধার করে।
উক্ত আসামী মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট সহ আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর লক্ষে ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্মকে অপদস্থ করে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ পুড়িয়ে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।
ঘটনার কারণে অত্র এলাকার ধর্মপ্রাণ আলেম উলামা সহ স্থানীয় জনগনের মধ্যে তীব্র ক্ষোভ এবং উত্তেজনার সৃষ্টি হলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল দ্রুত আল আমিন কে গ্রেফতার করার আশ্বাস দেন। সবাইকে শান্ত থাকতে বলেন। এ ব্যাপারে আল আমিন (৩০) এর বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর পবিত্র কোরআন শরীফ অবমাননার দায়ে অভিযুক্ত আল-আমিনকে শুক্রবার রাত ১১:৩০ ঘটিকায় ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি এলাকা থেকে গ্রেফতার করেছে।
তারাকান্দা উপজেলা প্রশাসনও উক্ত বিষয়টি আমলে নিয়েছে এবং আইনের বিধান অনুযায়ী তার বিরোদ্ধে বিচার করা হবে বলে।