পঞ্চগড় প্রতিনিধি
তেতুলিয়ায় মডেল থানা পুলিশের অভিযানে রাতে ২ জন গরু চোরকে আটক করেছে পুলিশ।রবিবার ১৯ ফেব্রয়ারি কালান্দী গঞ্জ এলাকায় থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। এ বিষয়ে শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান,
ইউনিয়নে গরু চুরির সাথে জড়িত তার আলামত হিসেবে আজকে এলাকাবাসী কে সাথে নিয়ে মডেল থানা পুলিশ প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে হাতেনাতে গরুচোর আটক করে।চোর হলো, শালবাহান ইউপির কালান্দীগঞ্জের হানিফ (৪০) পিতা মৃত ইব্রাহিম এবং তিরনই হাট ইউপির বকশিপাড়া এলাকা জাহিরুল(৫০) পিতা আলম তাদের আটক করে জেল হাজতে প্রেরন করেন।
এব্যাপারে ওসি আবু সাইদ চৌধুরি গরু চোর আটকের বিষয়টি নিশ্চিত করেন।