ত্রিশালে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয় ব্রীজের কাজ উদ্বোধন করলেন- ইউএনও
ফাহাদ ত্রিশাল ত্রিশাল উপজেলা সদর প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয় কর্তৃক নব নির্মিত বানার ব্রীজের কাজ উদ্বোধন করেছেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান । ঈদগাহ বাজার হইতে সানকীভাঙ্গা যাওয়ার রাস্তায় প্রায ৮০ লক্ষ টাকা ব্যায়ে এই ব্রীজ নির্মান করছে ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়।
শুক্রবার ( ১৩ জানুয়ারি ) সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান নিজ হাতে বানার ব্রীজের ব্যাজে মসলা ঢেলে কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় ত্রিশাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদ উল্লাহ, উপসহকারী প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন,এছাড়াও স্থানীয় লোকজন সহ সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ও মিস্ত্রিগণ উপস্থিত ছিলেন।
ব্রীজটি নির্মান করা হলে ঈদগাহ বাজার হইতে সানকীভাঙ্গা বাজার , ঈদগাহ উচ্চ বিদ্যালয়,খাগাটি জামতলী ফাজিল মাদরাসার ছাত্র- ছাত্রী এবং মোক্ষপুর,মঠবাড়ী ও আমিরাবাড়ী ইউনিয়নেরএলাকার জনসাধারণ অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পারবে।