দিনাজপুর সদরের কাঞ্চন ব্রিজের উপরে ট্রাকের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শ্বশুর সোলায়মান (৬৫) নিহত ও জামাতা আনিস (৪৫) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১২ নভেম্বর) ভোরের দিকে দিনাজপুরের কাঞ্চন ব্রিজের উপর দুর্ঘটনাটি ঘটে।
নিহত ও আহতরা হলেন, দিনাজপুর জেলার বিরল উপজেলার মাদকবাটি গ্রামের মানিক হোসেনের ছেলে সোলায়মান (নিহত)। আহত দিনাজপুর সদরের উচার মোড় এলাকার লালচান মিয়ার ছেলে আনিসুর রহমান আনিস।
দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর(তদন্ত) গোলাম মাওলা সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্বশুর সোলায়মান হোসেন নিজে ভ্যান চালাচ্ছিলেন আর জামাই আনিস যাত্রী হিসেবে ভ্যান করে দিনাজপুর শহরে আসতেছিলেন। দিনাজপুরের কাঞ্চন ব্রিজের উপর ওঠার পর বিপরীত দিক থেকে একটি ট্রাক সরাসরি তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শ্বশুর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা ঘাতক ট্রাককে ধাওয়া দিলে ট্রাকটি রেখে চালক ও সহকারী পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে দিনাজপুর কোতোয়ালি থানায় নিয়ে আসে।
গুরুতর আহত আনিসকে উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।
এ ব্যাপারে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
মোঃ মোসলেম উদ্দিন দিনাজপুর