দীর্ঘ ৪৮ ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর অবশেষে খোঁজ মিললো নিখোঁজ মাদ্রাসা শিক্ষক হাফেজ সাইফুলের।
গত পরশু (১৪ ডিসেম্বর) রাতে প্রাতিষ্ঠানিক কাজ শেষে বাড়িতে ফেরার কথা থাকলেও ফিরেনি মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের নিমতলা এলাকায় অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকাম তালিমুল কুরআন মাদ্রাসার শিক্ষক হাফেজ সাইফুল ইসলাম। অর্থাৎ মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে কোথাও খুঁজে না পেয়ে দীর্ঘ ১ দিন পরে তার পরিবার জোরারগঞ্জ থানায় একটা নিখোঁজ ডায়েরি করেন। তবে ইতিমধ্যে হাফেজ সাইফুল ইসলামের নিখোঁজের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ভাইরাল হয়।
শুক্রবার জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই,) জসিম উদ্দিন হাফেজ সাইফুল ইসলামের বাড়ি পরিদর্শন করে খোঁজ খবর নেন।
নিখোঁজ ডায়েরি করার ১ দিন পরেই অর্থাৎ নিখোঁজ হওয়ার ২ দিন পরে ১৬ ডিসেম্বর (শুক্রবার) রাত আনুমানিক আটটার দিকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় আহত অবস্থায় তার সন্ধ্যান পাওয়া যায় এবং সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়েছে।
নিখোঁজ হওয়া মাদ্রাসা শিক্ষক হাফেজ সাইফুল ইসলাম মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন ২নং হিঙ্গুলী ইউনিয়নের ১নং ওয়ার্ড আজমনগর গ্রামের লালমোহন বেপারী বাড়ির আবুল বশরের পুত্র।