জামালপুরের ইসলামপুরে সনাতন ধর্মাবলম্বী দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী,বস্ত্র ও পূজা মন্ডপের অনুকুলে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের মাধ্যমে কমিটি করে সুশৃঙ্খলভাবে পুজা উদযাপন করার আহবান জানান যেন টু শব্দ না হয়।তিনি আরও বলেন, গুজবে কান দেওয়া যাবে না। একজন দুষ্টলোক যদি মোবাইলে ধর্মীয় অনুভূতিকে হানার মতো কিছু পোস্ট করেন তাকে তাকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মুঃ তানভীর হাসান রুমন এর সভাপতিত্বে শুক্রবার বিকালে আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০টি পূজা মণ্ডপে ২০ হাজার করে টাকার চেক,৩শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ২৫০ পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করা হয়।
পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অংকন কর্মকার এর সঞ্চালনায় পৌর মেয়র শেখ আঃ কাদের তার বক্তৃতায় বলেন, প্রতিটি পুজা মণ্ডপে সিসিটিভি স্থাপন করা হবে,বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার। এসময় আরো বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামীলীগ ইসলামপুর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুস সালাম, আওয়ামী লীগের সহ সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস,মোঃ মজিবর রহমান শাহজাহান,হাবিবুর রহমান চৌধুরী শাহিন,ফরিদ উদ্দিন আহমেদ,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আখন্দ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অমূল্য রতন পাল, হিন্দু বৌদ্ধ খৃষ্টান পরিষদের সভাপতি নারায়ন কর্মকার, ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান প্রমূখ।