আগামী সপ্তাহেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। ২০২৩ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ বা ২০২৪ এর জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের সম্ভাব্য সময় ধরা হয়েছে। আর আগামী বছরের নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, স্ট্রাইকিং ফোর্স হিসাবে মাঠে থাকবে সেনাবাহিনী। আর প্রতিটি বুথে থাকবে সিসি ক্যামেরা।
২০২৪ সালের ৩০ জানুয়ারি শেষ হবে একাদশ জাতীয় সংসদের মেয়াদ। সংবিধান অনুযায়ী, এর ৯০ দিনের মধ্যেই করতে হবে নির্বাচন।
এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া করা হয়েছে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, ইভিএম কেনাসহ বেশ কিছু বিষয় এতে গুরুত্ব পেয়েছে।
নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, আগামী মাসের শুরুতে রোডম্যাপ চূড়ান্ত করা হবে। তফসিল ঘোষণা হবে আগামী বছরের নভেম্বরে।
তিনি আরও জানান, আগামী নির্বাচনেও মাঠে সেনা মোতায়েনের প্রস্তাব রাখবে কমিশন। এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, প্রয়োজন হলে নির্বাচনের সময় কমিশনের অধীনে থাকা চারটি মন্ত্রণালয়ের সহায়তাও নেওয়া হবে।