নওগাঁর ধামইরহাটে জাহানপুর ও ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় উপজেলার স্বল্পী বাজারে জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি মো. আজাহার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু, ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলমসহ আওয়ামী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।