নওগাঁর ধামইরহাটে উপজেলা ক্রীড়া সংস্থা ও ভলিবল অ্যাসোসিয়েশনের আয়োজনে “ধামইরহাট থেকে মাদকে সরিয়ে, ক্রীড়া কে নিব সর্বদাই এগিয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু আন্ত: উপজেলা ভলিবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বেলা এগারোটায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নক আউট ভিত্তিক ০৮ দলীয় ভলিবল টুর্নামেন্টর উদ্বোধন করেন ধামইরহাট উপজেলার প্যানেল মেয়র মোঃ মেহেদী হাসান। এতে অংশগ্রহণ করেন রাজশাহী, দিনাজপুর, পাঁচবিবি, শালপাড়া, কালুপাড়া (বিজিবি টিম), ধলহারা, পুনট, ১ নং ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগ ভলিবল দলের পক্ষে জাতীয় এবং সুনামধন্য সকল শ্রেণীর খেলোয়াড়বৃন্দ৷
এরপর সন্ধ্যা ছয়টায়, জেলা এবং উপজেলা পর্যায়ে অংশগ্রহণকারী ০৮টি দলের মধ্যে একটি চাম্পিয়ন ও একটি রানার্স আপ দলকে সর্বমোট পনের হাজার টাকা পুরষ্কৃত করেন, আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি, আলহাজ্ব মো: শহীদুজ্জামান সরকার (এম.পি) ।
এ সময় উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোসা: রুমানা আফরোজ, ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার, মোঃ আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহার আলী মন্ডল, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম,সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তমা আকতার, ধামইরহাট পৌরসভার মেয়র মো: আমিনুর রহমান, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী, উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ওবায়দুল হক সরকার, পৌর কমিশনার মো: মুক্তাদিরুল হক মুক্তা, আব্দুল হাকিম, মাহবুব আলম বাপ্পী, মোঃ আলতাফ হোসেন জেসমিন সুলতানা, ক্রীড়া সম্পাদক মো: মিনহাজুল হক সরকার শিবলী, ফুটবল ফেডারেশনের সভাপতি মোঃ আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ, উপজেলা ভলিবল এসোসিয়েশনের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান (তোতা), সহ-সভাপতি রবিউল হক (টাইগার), আবু সুফিয়ান (হারিক), সাধারণ সম্পাদক মো: আরমান হোসেন(রকি), মো: হিমানুর রহমান (হীরা), কোষাধক্ষ্য মো: রবিউল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো: ইদ্রিস আলী, মো: আল- আমিন, মাহমুদুল হাসান, মো: শিমূল, মো: এ কে নোমান, শ্রী বিজয়প্রমুখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।