নওগাঁর ধামইরহাটে উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) সকাল নয়টায় উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইনের সভাপতিত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে পুস্পস্তবক অর্পণ ও দুপুর সাড়ে বারোটায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধ চত্বরে উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব পান্নুর সঞ্চালনায় এবং আবু সুফিয়ানের সভাপতিত্ত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে সকাল থেকে বিভিন্ন স্লোগান নিয়ে ইউনিয়ন, ওয়ার্ড ও সরকারি এম এম কলেজ শাখা পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীদের সমাবেশ স্থলে উপস্থিত হতে দেখা যায়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, সহ-সভাপতি মো. আজাহার আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তাদিরুল হক মুক্তা, উপজেলা শাখা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু, সহ সভাপতি সেলিম মাহমুদ রাজু, পৌর ছাত্রলীগের সভাপতি আবু হোসেন, সাধারণ সম্পাদক আনন্দ কুমার শীল, উপজেলা ছাত্রলীগের, সহ সভাপতি আল মামুন, তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ফুয়াদ রেজা প্রমুখ।
এছাড়াও ধামইরহাট সরকারি এম এম ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু, সাধারণ সম্পাদক সুমন বাবু, সহ সভাপতি যথাক্রমে আবু জায়েদ হোসেন রাসেদ, মোঃ মেহেরুল ইসলাম, মোঃ রাজু ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃ রিভার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মুরাদুজ্জামান ইমন, সাংগঠনিক সম্পাদক মোঃ এ কে নোমান ও রাজিব হোসেন রাজ, কলেজ ছাত্রলীগ কর্মী মানতাসা হোসেন মাহী, কাম্রুন নাহার কামনা, জান্নাতুন মাওয়া মিলি, জয়তুন জক, আফরিন, কেমি মোরশেদুল ইসলাম, আরিফুল ইসলাম হামিম, আসাদুজ্জামান আসাদ, রিপন, আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।