ধামরাই রিপোর্টার্স ক্লাবের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিঠা উৎসব ও সাংবাদিকদের মিলন মেলা :–
সাংবাদিক সাইদ আল মামুন।
শীতের সন্ধ্যা। টেবিলে থরে থরে সাজানো থালা ভর্তি পিঠা। একসঙ্গে সবাই খেলেন পিঠা। মজলেন নানা গল্পে। করলেন মতবিনিময়।
ঢাকার ধামরাইয়ে এভাবেই প্রায় অর্ধ শতাধিক সাংবাদিক ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন অফিসার্স ক্যাফেতে ধামরাই রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সংগঠনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও পিঠা উৎসবের এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে সংগঠনের সদস্য আরিফুল ইসলাম সাব্বিরের সঞ্চালনায় ও সভাপতি আদনান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান, পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. সবুজ।
মতবিনিমত সভায় বক্তারা সভায় বক্তারা প্রশাসন ও সাংবাদিকদের পেশাগত দ্বায়িত্ব পালনের স্বার্থে পারস্পরিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীতে এ সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা ব্যক্ত করে।