নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ২২ উপলক্ষ্যে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এই কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়ে জেলা প্রশাসক এর নতৃত্বে র্যালিটী শহরের প্রধান সড়ক ধরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
পরে সেখানে ” আইন মেনে সড়কে চলি, নিরাপদে বাড়ি ফিরি ” শিরোনামে আয়োজিত আলোচনাসভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানসহ,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক্তার আশিষ কুমার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, বি আর টি এ’র সহকারী পরিচালক মো: হারুন অর রশিদ, নিরাপদ সড়ক চাই আন্দোলন নওগাঁর সভাপতি এ এস এম রাইহান আলম, পরিবহন মালিক গ্রুপ এর নওগাঁ জেলার সভাপতি মো: শহিদুল ইসলাম, জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সালাহ উদ্দিন খান টিপু এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আজহার আলীসহ প্রমুখ্য।
মাহাবুব হাসান মারুফ
স্টাফ রিপোটার ।
২২ অক্টোবর ২০২২