নওগাঁয় ২২ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
মোঃ এ কে নোমান,ধামইরহাট প্রতিনিধিঃ-
নওগাঁর ধামইরহাটে বাইশ (২২) কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের নরায়ণ মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ২০ জানুয়ারি বিকাল পাচটায় উপজেলার খেলনা ইউনিয়নের গুনদেশাহার গ্রাম থেকে এ মূর্তিটি উদ্ধার করা হয়। প্রাচীন মুর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে বলে জানা যায়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী বলেন, উপজেলার খেলনা ইউনিয়নের গ্রামের মোজাম্মেল হকের ছেলে, মোতালেব হোসেন নিজ জমিতে পুকুর খনন সময়ে একটি কষ্টিপাথরের নারায়ণ ঠাকুরের মূর্তি দেখতে পায়। তাৎক্ষণিক ধামইরহাট থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি, উপপরিদর্শক পরিতোষ সরকারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে এবং থানায় হেফাজতে নেওয়া হয়। ৩২ কেজি ওজনের নারায়ণ ঠাকুরের মূর্তিটির মূল্য ২২ কোটি টাকা। ধারণা করা হয়েছে প্রাচীন এ মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের দেবতা ছিল। আদালতের নির্দেশনা মোতাবেক মূর্তিটি হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করা হয়েছে।