নকলায় এক শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড
স্টাফ রিপোর্টারঃ
শেরপুর জেলার নকলা উপজেলার ৫নং বানেশ্বর্দী ইউনিয়ন এর ভুরদি খন্দকার পাড়া নব- দিগন্ত একাডেমিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে উক্ত একাডেমির অফিস কক্ষের সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গেছে। পরে এলাকাবাসী এবং শেরপুর ফায়ার সার্ভিসের সহায়তায় দীর্ঘ তিন ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে জানান প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।৮ ফেব্রুয়ারী বুধবার মধ্যেরাতের পর বৈদ্যুতিক শর্টসার্কিটে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয় এবং মুহুর্তেই তা পুরো প্রতিষ্ঠানের অফিস কক্ষে ছড়িয়ে পরে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক।