বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার নকলা উপজেলায় বাল্য বিবাহ,নারী নির্যাতন,ইভটিজিং ,মাদক, পানিতে ডুবে এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
নকলা থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার ৬ ডিসেম্বর দুপুর ১২টায় পৌরসভার কায়দা পাগলী মার্কেট এলাকায় এ মিটিং অনুষ্ঠিত হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ এর সভাপতিত্বে এসআই সুমন আহমেদ এর সঞ্চালনায় আয়োজিত মিটিং এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। বক্তব্যে নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং ও মাদক নির্মূলের বিভিন্ন দিক তুলে ধরেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ হান্নান মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, কায়দা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ ওয়ালিউল্লাহ প্রমুখ
উক্ত মিটিং এ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।