শেরপুরের নকলা উপজেলায় বিষ দিয়ে এক মৌচাষির ২৫ বাক্স মৌমাছি মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল ৪ জানুয়ারী বোধবার রাতে নকলা পৌরসভার উত্তর কায়দা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মৌচাষি শাহাব উদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মৌচাষি শাহাব উদ্দিনের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে। এ ঘটনায় তাঁর দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করছেন।
মৌচাষি শাহাব উদ্দিন বলেন, দুই-তিন বছর ধরে শীত মৌসুমে মধু আহরণের জন্য শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন সরিষা খেতে মৌমাছির বাক্স বসান তিনি। তারই ধারাবাহিকতায় এবার নকলা পৌরসভার উত্তর কায়দা এলাকার সরিষাখেতসংলগ্ন জায়গায় ১২০টি বাক্স বসিয়েছেন। তিনি প্রায় ৭ লাখ টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু গতকাল গভীর রাতে ২৫টি বাক্সে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। বিষক্রিয়ায় ওই বাক্সগুলোর মৌমাছি মারা গেছে। আজ বুধবার সকালে ওই এলাকায় গিয়ে তিনি মৃত অবস্থায় বিপুলসংখ্যক মৌমাছি পড়ে থাকতে দেখেন।
শাহাব উদ্দিন বলেন, এ ঘটনায় নকলা থানায় তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মৌমাছির বাক্স বসানোসহ বিভিন্ন কারণে স্থানীয় এক মৌচাষির সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিল। এর জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন। তিনি ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, মৌচাষি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।