শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার, নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের পাকা রাস্তার পাশের পাকা ধান ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার আগে হঠাৎ এক ব্যক্তি ধান ক্ষেতে ওই নারীর পা দেখে খবর দেয় গ্রামবাসীকে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে হাজির হয়ে থানা নালিতাবাড়ী পুলিশকে অবহিত করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে চলে এসে ওই নারীর লাশটি উদ্ধার করে। এ সময় লাশের পাশেই পড়ে থাকা ভ্যানিটি বেগ উদ্ধার করা হয়। সেই সাথে তার ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রটি দেখতে পায় পুলিশ। পরিচয়পত্রে তার নাম নাজমা, স্বামী: আলী আকবর, মাতা: অজুফা বেগম, জন্ম তারিখ: ২৬ মার্চ ১৯৮৭, গ্রাম: বাইমাইল পূর্ব, ডাকঘর: কাশেম কটন মিলস, গাজীপুর সদর, গাজীপুর।
অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল নালিতাবাড়ী) আফরোজা নাজনীন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন- পুলিশের সন্দেহ এই নারীকে হত্যা করে আনুমানিক দুইদিন আগে এখানে ফেলে রাখা হয়েছে। গলায় শ্বাসরোধের চিহ্ন রয়েছে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এই নারী কখনো নাজমা আবার কখনো হাওয়া বা নূপুর নামে পরিচিত। তাকে হত্যা করা হয়েছে। তার স্বামীর নাম আলী আকবর।নালিতাবাড়ী উপজেলার কেন্দুয়াপাড়া গ্রামে তাদের বাস। তার দু’জন সন্তান রয়েছে। তবে অনেক আগেই এই দুই শিশু সন্তান ও স্বামী সংসার ফেলে চলে যায় এই নারী।
লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বুঝা যাবে তার হত্যার রহস্য। হত্যার রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।