ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিপা ভাইরাসে আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে শাহ আলম (২২) নামে ওই যুবক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে মারা যান। তার বাড়ি নরসিংদীর রায়পুরায়। পরিবার নিয়ে তিনি শিবপুরে ভাড়া বাসায় থাকতেন। তার বাবার নাম জালাল হোসেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, ওই রোগী শুক্রবার জ্বর নিয়ে ভর্তি হন। তার জ্বর বাড়তে থাকলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে তার নিপা ভাইরাসের পরীক্ষা করানো হলে সোমবার ‘নিপা ভাইরাস পজিটিভ’ আসে। পরে তিনি রাতে মারা যান।
এছাড়া হাসপাতালের আইসিইউতে ভর্তি আরেক নিপা ভাইরাসে আক্রান্ত রোগীর অবস্থা এখন ভালোর দিকে বলে জানান পরিচালক। এ রোগী একমাস ধরে সেখানে চিকিৎসাধীন।