নিরাপদ সড়ক চাই (নিসচার) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সুনামগঞ্জে র্যালি,আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (০১ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে নিসচা সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পানসি রেস্তোরার সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী জাদুঘরের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিসচার জেলা সভাপতি মহিম তালুকদার’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু হানিফের সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রাং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন (প্রশাসন) মো: মহিবুল ইসলাম, জেলা বিআরটিএ এর সহকারি মটর যান পরিদর্শক দিলোয়ার হোসাইন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. আবুল হোসেন, জেলা ইজিবাইক মালিক সমিতির সভাপতি সাহিদুর রহমান সাহিদ, সাংবাদিক এ কে মিলন,স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এ আফজাল, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান শফিক, সুনামগঞ্জ জেলা মানবিক টিমের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান নয়ন, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রোমান,চ্যানেল এস এর জেলা প্রতিনিধি ফোয়াদ মনি তালুকদার, দৈনিক ভোরের কন্ঠ ও ভোরের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি হাকীম মো. আফতাব উদ্দিন, নিসচার জেলা সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান, অর্থ সম্পাদক এস এম সাগর, আলীম উদ্দিন, রনি, অয়ন প্রমুখ।