পিরোজপুরের মঠবাড়িয়ায় তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টি (জাপা) সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (৪৫) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এতে তার শরীর থেকে বাম পা বিচ্ছিন্ন সহ পেটের ভূরি বের হয়ে যায় এছাড়া তার শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০.৪৫ মিনিটের দিকে উপজেলার তুষখালী-মঠবাড়িয়া সড়কের মাঝের পুলের সন্নিকটে ফরাজি বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।
আহত শফিকুল ইসলাম তুষখালী ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, সকালে শফিকুল ইসলাম তুষখালী থেকে মটর সাইকেলে যোগে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যাচ্ছিলেন। পথে মাঝেরপুল ফরাজি বাড়ির সংলগ্ন সড়কে পিছন থেকে একটি মাহিন্দ্র এসে তার গতিরোধ করে এ সময় শফিকুল তার মটরসাইকেল ফেলে দৌড়ানোর চেষ্টা করে। দুর্বৃত্তরা গাড়ি থেকে বের হয়ে এলোপাথাড়ি কুপিয়ে তার বাম পা বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং শরীরের বিভিন্ন কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে কোপের দাগ আছে। পা বিচ্ছিন্ন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম জানান, ঘটনা স্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছেন এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। পুলিশ এবং গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করছে। আশা করছি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে পারব।