নৌকায় ভোট চাইলেন : নায়িকা মাহিয়া মাহি।
শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির ছেড়ে দেওয়া চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) এবং চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) দুটি আসনের উপনির্বাচনে নৌকায় ভোট চেয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম-সাধারণ সম্পাদক নায়িকা মাহিয়া মাহি। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নৌকার বিজয়ের বিকল্প নেই। ১৪ জানুয়ারি (শনিবার) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন মাহি। ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফর ও ১ ফেব্রুয়ারি উপনির্বাচন উপলক্ষে এ প্রতিনিধি সম্মেলনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসী, সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমান, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, জেলা মহিলা লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, সাধারণ সম্পাদক হালিমা খাতুন প্রমুখ।