পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় ৮জানুয়ারি রবিবার রাত সাড়ে দশটার দিকে পিরোজপুর জেলার ডিবি দক্ষিণ বিভাগ অভিযান চালিয়ে হাসিব নামে একজনকে আটক করেন। আটককৃত হাসিবের বাড়ি ভান্ডারীয়া উপজেলার হরিণপালা গ্রামের হাসান হাওলাদারের পুত্র।
ডিবি সূত্রে জানা যায়, রবিবার ৮জানুয়ারি ডিবি পুলিশের দক্ষিণ বিভাগের এস আই জ্যোতির্ময় ও সঙ্গীয় ফোর্স নিয়ে তুষখালী এলাকায় অভিযান চালিয়ে হাসিবকে আটক করে দেহ তল্লাশি করে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় একটি মামলার রুজু হয়েছে।