বুধবার , ১০ আগস্ট ২০২২ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের চট্টগ্রাম
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. ইসলামিক
  8. কবিতা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি সংবাদ

পুত্রসন্তানের মা-বাবা হলেন ঢাকাই চলচ্চিত্রের জুটি চিত্রনায়িকা পরীমনি

প্রতিবেদক
দৈনিক ভোরের আওয়াজ
আগস্ট ১০, ২০২২ ৯:০৩ অপরাহ্ণ

পরীমনির সন্তানসম্ভবা হওয়ার খবর ছড়িয়ে পড়ে সোমবার ৷ বিষয়টি ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে পরীমনি নিজে নিশ্চিত করেছেন৷ অভিনয় থেকে বছরখানেক দূরে থাকতে চান বলেও জানিয়েছেন এ অভিনয়শিল্পী৷

‘আইসক্রিম’ চলচ্চিত্রের অভিনেতা রাজ বিডিনিউজকে জানান, সোমবার পরীমনির সন্তানসম্ভবা হওয়ার খবর নিশ্চিত হন তারা৷ তিনি পরীমনির সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন৷ হাসপাতাল থেকে বেরিয়ে রাজের সঙ্গে একটি ছবি পরীমনির ফেসবুক পাতায় পোস্ট করা হয়েছে৷ তাতে লেখা হয়েছে ‘‘অভিনন্দন পরী … ধন্যবাদ রাজ’ তবে এই পোস্টে মন্তব্য করার সুযোগ সীমিত করে রেখেছেন চিত্রনায়িকা৷

পরীমনি ও রাজ গত ১৭ অক্টোবর ঘরোয়াভাবে বিয়ে করেছেন৷  রাজ বিডিনিউজকে বলেন,  ‘‘১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে আমরা বিয়ে করি৷ সেটা আমরা কাউকে জানাইনি৷ আমরা একটা পরিকল্পনা করে, অনুষ্ঠান করে বিষয়টি জানাতে চেয়েছিলাম৷ শুটিং আছে, কাজগুলো শেষ হলে গুছিয়ে আমরা অনুষ্ঠান করব৷ যার কারণেই জানানো হয়নি৷’’

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক