শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু প্রতিপাদ্যের ব্যানারে আজ প্রথম বারের মতো দেশে শিক্ষক দিবস পালিত হলো। তারি ধারাবাহিকতায় পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় একটি বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭-১০-২০২২) ইং তারিখ উপজেলার সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের ক্যাম্পাস থেকে রেলিটি বের হয়ে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে আসে এবং আলোচনা সভা করে।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত উপস্থিত শিক্ষকবৃন্দ আলোচনায় অংশ নিয়ে বলেন শিক্ষা ব্যবস্থায় নানা বৈষম্যের শিকার তারা, এ বৈষম্য নিরসনে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের কোন বিকল্প নেই। শিক্ষা ক্ষেত্রে দুই নীতি চলতে পারেনা।
বেসরকারি শিক্ষকরা বর্তমান সরকারকে শিক্ষা বান্ধব সরকার উল্লেখ করে সরকারের নিকট শতভাগ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের জোর দাবি জানান, সেই সঙ্গে এমপিও ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের দাবি তোলেন।
একি সঙ্গে প্রথম বারের মতো শিক্ষক দিবস পালনের সুযোগ করে দেওয়ায় সরকারের সংশ্লিষ্ট মহলকে ধন্যবাদ জানান তারা।
এর আগে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ক্যাম্পাসে একটি ফলোজ বৃক্ষ সহ মোট তিনটি গাছ রোপন করা হয়।
আলোচনা মঞ্চে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।