ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের মোঃ আবদুল্লাহ(৪৫) নামের এক ব্যাক্তিকে অস্র ঠেকিয়ে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।
গত ২ নভেম্বর রোজ বুধবার ঘটনাটি ঘটে।
মোঃ আবদুল্লাহ ফটিকছড়ি উপজেলার
১নং বাগান বাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ পানুয়ার এলাকার বাসিন্দা, মোঃ আবদুল্লাহ(৪৫)পেষায় ব্যাবসায়ী।মোঃ আবদুল্লাহ (৪৫)বর্তমানে বাগান বাজার ইউনিয়নের পার্শ্ববর্তী উপজেলা রামগড় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
তিনি জানায় ঠান্ডা জনিত কারণে তার গলায় ব্যাথা হয় তখন সে নিজ গ্রামে পানুয়ার একটি ফার্মেসিতে ঔষধ কেনার জন্য আসে। সে মুহুর্তে কিছু সন্ত্রাসী এসে জনসম্মুখে বন্দুক ঠেকিয়ে মুখে গেঙ্গি পেঁচিয়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় গহিন জঙ্গলে।
জঙ্গলে নিয়ে গাছের সাথে বেধে ৫ লাখ টাকা চাদা দাবি করে চাদা দিতে রাজি না হওয়াতে বেদর ভাবে লাথি ও লাঠি দিয়ে শরিরের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং বন্দুকে গুলি ডুকিয়ে আমাকে গুলি করার জন্য প্রস্তত হয় সে মুহুর্তে তাদের মধ্যে থাকা এক জন বলে উঠে আমি বারইযারহাট র্্যাবের গাড়িতে গুলি করেছি তোকে মারা আমার এক মুহুর্তের কাজ এ কথা বলে আমার সামনে উপরের দিকে গুলি করে।তার পর সবাই মাদক সেবনে লিপ্ত হয়। কিছুক্ষণ পরে একটি মোটরসাইকেলের শব্দ শুনে পুলিশ ভেবে পালিয়ে যায় সন্ত্রাসীরা। আমি হাতের রশি খুলে সেখান থেকে জঙ্গলের পথে দাঁতমারা ইউনিয়নের হেয়াকো বট গাছ এলাকায় পাকা রাস্তায় এসে পৌচাই তখন ভোর আনুমানিক ৪ টা সময় ভূজপুর থানার এ এস আই নাজমুল হাসান আমাকে উদ্ধার করে।
অপহরণ কারি,১/মোঃ শাজাহান ৩৫
পিতা রফিক ড্রাক্তার, গ্রাম-দক্ষিণ পানুয়া ওয়ার্ড নং ৯। সে প্রায় ২ বছর আগে একটি মার্ডার মামলায় জেলে যায়, গত ৬ মাস আগে জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে আবারও বিভিন্ন অপরাধ মূলক কাজ করে যাচ্ছে।
২/নাম-মোঃ জানু মিয়া ৪০ ( জানাইয়া)
পিতাঃ মৃত লাতু মিয়া গ্রামঃ দক্ষিণ পানুয়া ওয়ার্ডঃ৯।
৩/নামঃ মোঃ মনির হোসেনপিতাঃ হারেজ মিয়া গ্রামঃ দঃ পানুয়া ওয়ার্ড নং ৯।
৪/নামঃমোঃ তাজু মিয়া
পিতাঃ মোঃআলকাছ মিয়া গ্রামঃনয়দোলং
ওয়ার্ড নং ৯। সবাই ১ নং বাগান বাজার ইউনিয়নের ভূজপুর থানা ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
১ জন বারইয়ার হাট পৌরসভার বাসিন্দা নাম ঠিকানা জনা নেই।
এ বিষয়ে ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী জানায় আমরা আবদুল্লাহ নামের এক ব্যাক্তিকে অপহরণের খবর পেয়েছি এবং এ এস আই নাজমুল হাসান এর নেন্ত্রীর্তে রাত আনুমানিক ৪ টার সময় ভূজপুর থানার হেয়াকো বট গাছ এলাকা থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামগড় উপজেলা স্বাস্থকমপ্লেক্সে পাঠিয়েছি। এ বিষয়ে এখনো মামলা হয়নি।
বার্তা পেরণ, ফারুক ফারুক, চট্টগ্রাম জেলা