খাগড়াছড়ির রামগড়-ফেনী মহাসড়কে বাগান বাজার ইউনিয়নে চিকনছড়া ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ নাসির (২২) নামের একজন নিহত হন। এতে জাহিদুল ইসলাম নামের একজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ফটিকছড়ির ভুজপুর থানার চিকনছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ নাসির চট্টগ্রামের ভুজপুর থানার দাঁতমারা এলাকার আবুল হোসেনের ছেলে। অন্যদিকে আহত জাহিদুল ইসলাম একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী নাসির ও জাহিদুল হেয়াকো থেকে মোটরসাইকেলে করে রামগড়ে যাচ্ছিলেন। অন্যদিকে রামগড় থেকে বারৈয়ারহাটগামী একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে রামগড়-ফেনী সড়কের চিকনছড়ি বাজারে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকেরা মোহাম্মদ নাসিরকে মৃত ঘোষণা করেন। আহত জাহিদুলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকি জানান, দূর্ঘটনার কথা শুনেছেন তিনি কিন্তু এখনো কেউ অভিযোগ দেয় নাই, তিনি বলেন অভিযোগ দায়ের করলে আমরা আইনিপদক্ষেপ নিবো।