ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক মোঃ আখেরুজ্জামান বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
মোঃআমজাদ আলী
বিশিষ্ট সমাজ সেবক মোঃআখেরুজ্জামান ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের কড়াই গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন ১৯৮৪ ইং সালে।তিনি স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।তিনি সিদ্দিশী উচ্চ বিদ্যালয় থেকে এস, এস, সি, ফুলবাড়ী সরকারি কলেজ থেকে এইচ, এস, সি, করেন এবং দিনাজপুর সরকারি কলেজ থেকে বি.এস এস (অনার্স) এবং (রাষ্ট্রবিজ্ঞানে) মাস্টার্স সম্পু্র্ণ করেন।তিনি
সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,দিনাজপুর জেলা শাখার দায়িত্ব পালন করেন ।
সাবেক সভাপতি, আওয়ামী যুবলীগ, ৪ নং বেতদিঘী ইউনিয়ন।তিনি বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা,অসহায় দুস্থ মানুষের সেবা করা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি সদ্য ঘোষিত বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় এলাকার সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন।এ বিষয়ে মুঠোফোনে আখেরুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি বলেন যে, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার
প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।