বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযানে ১০০ (এক’শ) পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে এপিবিএন বগুড়ার একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার কাহালু উপজেলার মহিষামুড়া এলাকার মৃত এরফান আলীর ছেলে মোঃ আসাদুজ্জামান ওরফে তারেক (৩৪), বগুড়া সদর উপজেলার নামাজগড় এলাকার মৃত জয়নাল শেখের ছেলে মোঃ বিপ্লব হোসেন (৩২) ও গোদারপাড়া এলাকার মোঃ আরফান আলী সরদারের ছেলে মোঃ নজরুল ইসলাম (৩৩)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাতে বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১০০ (এক’শ) পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।