বগুড়া শেরপুরে চোরাই ছাগল সহ ৫ জন আটক।
জোবায়ের আহমেদ:
বগুড়া শেরপুরে তিনটি ছাগল ও একটি সিএনজি সহ পাঁচজনকে আটক করেছে শেরপুর হাইওয়ে পুলিশ।
আজ ১৭ ফেব্রুয়ারি দুপুরে ১ টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর এলাকায় ডেইরি ফার্মের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে শেরপুর হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশের তথ্যমতে, ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জ থেকে বগুড়ার দিকে আসা একটি সিএনজি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে তারা। সিএনজিতে একটি কালো ও দুইটি লাল রঙের ছাগল ছিলো। জিজ্ঞাসাবাদের সময় সিএনজিতে থাকা লোকগুলোর উত্তরে অসংগতি পেলে সাথে সাথে তাদের আটক করা হয়। পরবর্তীতে তারা চুরির কথা স্বীকার করে। এসময় সিএনজির চালক সহ ৫ জনকে আটকরে হাইওয়ে থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা চান্দাইকোনা এলাকয় রাস্তা থেকে এই তিনটি ছাগল সিএনজিতে করে তুলে নিয়ে আসে।
আটককৃতরা হলো, সিরাজগঞ্জ সদর থানার মিরপুর রেলওয়ে কলোনি এলাকার হাইউল ইসলাম (২১), মজিবর শেখ (২০), মোঃ সাগর (২০), সিরাজ শেখ (৩৭) ও আলমগীর হোসেন (সিএনজি ড্রাইভার) (৩০) সবাই একই লাকার বাসিন্দা।
শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, আমাদের টহল টিম সবসময় হাইওয়েতে টহল দেন যেন থ্রি হুইলার রাস্তায় না চলে।
সেইসাথে মাদক, চোর ও সন্ত্রাস দমনে তৎপর থাকে। এরই ধারাবাহিকতায় দুপুর ১ টার দিকে ৩ টি ছাগল ও একটি সিএনজিসহ ৫ জন চোর সদস্যকে আটক করেছি। আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।