বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল বারইপাড়া উচ্চ বিদ্যালয় হলরুমে, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
শাখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ এনামুল হক ডাবলুর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া সদর -৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, সদর আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর যুবলীগের সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম মামুন, সহ জেলা, উপজেলা ও শাখারিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।