বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের চট্টগ্রাম
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. ইসলামিক
  8. কবিতা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি সংবাদ

বঙ্গবন্ধু এসেছিলো সাধারণ মানুষের মুখে হাসি ফুটানোর জন্য -শেখ আফিল উদ্দিন এমপি

প্রতিবেদক
দৈনিক ভোরের আওয়াজ
নভেম্বর ১৬, ২০২২ ৬:১১ অপরাহ্ণ

বঙ্গবন্ধু এসেছিলো সাধারণ মানুষের মুখে হাসি ফুটানোর জন্য -শেখ আফিল উদ্দিন এমপি
এবিএস রনি, শার্শা প্রতিনিধিঃ
যশোর সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন
বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতা এনেছে। এদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই তিনি কাজ করে গেছেন। তারই ধারবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যহত রেখেছে। দেশে শতভাগ বিদ্যুৎ করছে, শিক্ষা অঙ্গনে বিশেষ গুরুত্ব দিয়েছে। বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে সারা বিশ্ব তা প্রশাংসা করছে। কিন্তু বিএনপি এসব চাই না হিংসা করে উন্নায়ন বাধাঁ সৃষ্টির জন্য নানা ভাবে চক্রান্ত করে যাচ্ছে। এই উন্নায়ন বাংলাদেশের উন্নয়ন, এই উন্নায়ন আপনার আমার, এই উন্নয়ন আমাদেরই ধরে রাখতে হবে। জামায়াত- বিএনপিকে প্রতিহত করতে আমাদের কে এগিয়ে আসতে হবে, আমরা যদি এগিয়ে না আছি তাহলে আমাদের করুন পরিণতি হবে। বিএনপি শুধু আওয়ামীলীগের শত্রু না এরা জাতীয় শত্রু তাই তাদের কে রাজপথে নেমে কঠোর হাতে প্রতিহত করতে হবে।
আওয়ামীলীগ সরকার জনবান্ধব ও উন্নয়নমূখী সরকার। তাই জনবান্ধব ও উন্নয়নমুখী আওয়ামীলীগ সরকারকে আবারো আগামী সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। ১৬ই নভেম্বর মঙ্গলবার বেলা ১১টার সময় শার্শার বাগআঁচড়া  ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজনে বাগআঁচড়া বাজার জিরো পয়েন্টে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৪ই নভেম্বর যশোর আগমন ও আওয়ামীলীগের সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ কবির বকুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৮৫ যশোর-১ শার্শার সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহীম খলিল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের কোষাদক্ষ ওহিদুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক আলী আহম্মদ শান্তি, কায়বা ইউনিয়নের সভাপতি হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত, যুবলীগের সভাপতি আলী আহম্মদ, সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব পল্টু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু,
আওয়ামীলীগ নেতা হাসেম আলী, আশরাফ উদ্দিন আশু, তবিবর রহমান, আঃ হান্নান, মতিয়ার রহমান, খায়রুল আলম দুষ্টু, ইউপি সদস্য শামিম হোসেন, আবু তালেব, আঃ মালেক, মোজাম গাজীসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য নির্বাচিত

আজ টিভিতে যা দেখবেন (২১ নভেম্বর ২০২২)

ক্রাইমিয়া সেতুতে রাশিয়ার নিরাপত্তা জোরদার

ভালুকায় একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণ

বিরামপুর উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত।

যশোরের বেনাপোলে ১০ কেজি গাঁজাসহ মুনতাজ আলী (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়। আটক মুনতাজ আলী বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর পুর্বপাড়া গ্রামের সাবেদ আলীর ছেলে। ডিবির অফিস সূত্রে জানা যায়, এসআই মোঃ নুর ইসলাম, এসআই শফি আহমেদ রিয়েল, এএসআই মোঃ শফিউল ইসলাম, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান চালিয়ে মোঃ বিল্লাল হোসেনের বাড়ি থেকে ১০ কেজি গঁজাসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপম কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিপা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু

শেরপুরে পুনাকের উদ্যোগে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে চাঁঃনবাবগঞ্জে মানববন্ধন।

প্রতারকচক্রের ৩জন গ্রেপ্তার

ভূমিদস্যুদের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের জিরো টলারেন্স ঘোষণা করেছেন ভোলা জেলার পুলিশ সুপার