আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে মশা এবং মশা জাতীয় কীটপ্রত্যঙ্গের উপদ্রব বেড়েছে। এসব নিয়ন্ত্রণে যে ধরনের গবেষণা, প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার, তার অনুপস্থিতি প্রকট। এ কারণে বছরজুড়ে রাজধানীবাসীকে ডেঙ্গিবাহিত এডিস এবং কিউলেক্স মশার উপদ্রব সহ্য করতে হচ্ছে।
ক্ষুদ্র এই মশা কেড়ে নিচ্ছে শত শত মানুষের প্রাণ। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো প্রাণঘাতী মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলে মনে করছেন কীটতত্ত্ববিদরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছর ডেঙ্গিতে মৃত্যুর সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ২০১৯ সালে ভয়াবহ রূপ ধারণ করেছিল ডেঙ্গি, সেবার মৃত্যু হয়েছিল ১৬৪ জন। এবার বছর পেরনোর আগেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪২ জন। ডেঙ্গিতে আক্রান্ত্রের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ হাজার। গতকাল শুক্রবারও এডিস মশাবাহিত ডেঙ্গি ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে।