দেশের চার জেলায় বজ্রপাতে নবম শ্রেণির এক ছাত্রসহ তিনজন নিহত ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার দুপুরে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় স্কুলমাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুলছাত্র শুভজিৎ সরকার (১৬) নিহত হন।
শুভজিৎ সরকার উপজেলার ভাতশালা গ্রামের রাজকুমার সরকারের ছেলে ও ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের স্বজনদের বরাত দিয়ে দেবহাটা থানার পরিদর্শক শেখ ওবায়দুল্লাহ জানান, সোমবার স্কুল ছুটির পর বন্ধুদের নিয়ে মাঠে ফুটবল খেলছিলেন শুভজিৎ। এ সময় বজ্রপাতে শুভজিৎ ও জয় নামে তার এক সহপাঠী গুরুতর আহত হন।
“তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শুভজিৎকে মৃত ঘোষণা করেন। জয়ের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।”
এদিকে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামে সোমবার বিকালে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সাজু আহমেদ (১৮) দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের কাশেম আলীর ছেলে।