প্রতিনিধি বদলগাছী(নওগাঁ):- নওগাঁর বদলগাছীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়েপড়া জনগোষ্ঠীর অন্তভূক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে বদলগাছী উপজেলা অডিটোরিয়াম হল রুমে উন্নয়ন কার্যক্রমে পিছিয়েপড়া জনগোষ্ঠীর অন্তভূক্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বদলগাছী উপজেলা ওয়েভ ফাউন্ডেশনের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিভাগীয় সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ,সাংবাদিক এমদাদুল হক দুলু, সাংবাদিক ফজলে মওলা,সাংবাদিক হাফিজার রহমান,সাংবাদিক সানজাদ রয়েল সাগর, সাংবাদিক সৈকত সোবহান, সাংবাদিক আশরাফুল ইসলাম বদলগাছী উপজেলা সমন্বয়কারী কনিকা হাঁসদা সহ উপজেলার সকল সদস্যবৃন্দ।