বৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আজকের চট্টগ্রাম
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. ইসলামিক
  8. কবিতা
  9. কৃষি সংবাদ
  10. ক্যাম্পাস
  11. খাদ্য ও পুষ্টি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি সংবাদ

বদলগাছীতে গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে গরু-ছাগল চুরি!!

প্রতিবেদক
দৈনিক ভোরের আওয়াজ
নভেম্বর ৩, ২০২২ ৭:২২ অপরাহ্ণ

নওগাঁর বদলগাছীতে প্রায় ২লাখ ৩০হাজার টাকা মূল্যের ৩টি গরু ও ৩টি ছাগল চুরি হয়েছে। চুরির ঘটনাটি ঘটেছে বদলগাছীর কাদিবাড়ী গ্রামের মৃদ্ধাপাড়াতে।
 গতকাল বুধবার(২রা নভেম্বর ) রাত ১২টা থেকে রাত ৩টার মধ্যে বদলগাছী উপজেলার সদর ইউপির কাদিবাড়ী মৃদ্ধাপাড়া গ্রামের  আব্দুল জলিলের ছেলে আনোয়ার হোসেনের বাড়ি থেকে ২টি গর্ভবতী গাভী,১টি ষাঁড়, ১টি খাসি ও ১টি গর্ভবতী ছাগল এবং একই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে বাবু মৃদ্ধার ১টি গর্ভবতী ছাগল গভীর রাতে দুর্বৃত্তরা গোয়াল ঘর থেকে দরজার তালা ভেঁঙ্গে চুরি করে নিয়ে গেছে। রাত ৩টার পর আব্দুল জলিল ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে গরুগুলো দেখতে না পেয়ে চুরির বিষয়টি টের পান এবং ডাকাডাকি করলে আশেপাশের স্থানীয় গ্রামবাসীরা সকলে একত্রিত হয়ে আশেপাশে খোঁজ করতে থাকে।
 চুরির খবর পেয়ে রাত সাড়ে ৩টায় বদলগাছী থানা পুলিশের এস আই আবু তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় বেলাল বলেন,শীত আসতে না আসতেই বদলগাছী উপজেলার বিভিন্ন গ্রামে হঠাৎ করেই বেড়ে গেছে গরুচুরি। গরু চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় আতংকিত হয়ে পড়েছে গরুর মালিকরা। গোয়াল ঘরের দরজায় তালা দিয়েও রক্ষা পাচ্ছেনা কৃষকের গরু।
স্থানীয়রা বলেন, বাড়ীর পাশের আমগাছ দিয়ে চোরেরা আশরাফুলের  বাড়িতে প্রবেশ করে। পরে প্রধান দরজার তালা ভেঁঙ্গে ৩টি গরু ও ২টি ছাগল বের করে।শুধু একটি বাড়ীতেই নয় তারা একই গ্রামের  বাবুর বাড়ী থেকেও ১টি ছাগল চুরি করে নিয়ে যায়। চোরেরা দলবেঁধে চুরি করতে এসেছিলো।
গরুর মালিক আনোয়ারের বাবা জলিল বলেন, কোরবানি উপলক্ষে ১টি ষাঁড় গরু কিনে বাড়িতে রেখে লালন-পালন করছি। আর দুটি গাভী দুধ উৎপাদনের জ‍ন‍্য পালন করছি আর কয়েক মাসের মধ‍্যে গাভী দুটি বাচ্চা দিবে। সুযোগ বুঝে চোরের দল আমার ৩ গরু চুরি করে নিয়ে যায়। পাশে থাকা ১টি খাশি ও ১টি গর্ভবতী ছাগলও নিয়ে যায়। গরুও ছাগলের আনুঃ মূল্য প্রায় ২লাখ ২২হাজার টাকা।
ছাগলের মালিক বাবু বলেন, আমার বাড়ীর ভিতর থেকে ১টি গর্ভবতী ছাগল নিয়ে যায়। যার আনুঃমূল‍্য প্রায় ৮হাজার।
স্থানীয় মন্টু জানান,পুলিশ বিভিন্ন সময় চুরি হওয়া গরুগুলো উদ্ধার কিংবা সংঘবদ্ধ  চোর চক্রকে চিহৃিত করে আটক করতে ব্যর্থ হওয়ায় একের পর এক গরু চুরির ঘটনা ঘটছে।ফলে গরুর খামারীদের মাঝে চুরির আতঙ্ক বিরাজ করছে।
এ প্রসঙ্গে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, এ ব‍্যপারে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ব‍্যপারে থানায় কোন অভিযোগ হয়নি।চুরি যাওয়া গরু ও ছাগল উদ্ধারের চেষ্টা চলছে।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য নির্বাচিত

মিনিকেট নামে চাল বিক্রি করা যাবে না: মন্ত্রিপরিষদ সচিব

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ভূয়া এপয়েন্টমেন্ট লেটারসহ প্রতারনা চক্রের মূলহোতা গ্রেফতার।

হাতিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকের প্রতারণা, বাড়িতে ডেকে  অমানবিক নির্যাতনের পর বিষ খাইয়ে দিয়ে হত্যার চেষ্টা; অভিযুক্ত প্রেমিক পলাতক

জামালগঞ্জের সাচনাবাজারে কাগজের টোঙ্গা তৈরী বিষয়ক প্রশিক্ষণ

অষ্টম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন বাংলা দ্বিতীয় পত্র

মাদারীপুর র‍্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে- চীনা নাগরিক নিহতের ঘটনায় ড্রামচালক গ্রেফতার।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। 

জয়পুরহাট -২ আসন নির্বাচন হালচাল ঘাঁটি ফিরে পেতে মরিয়া বিএনপি..

স্বাভাবিক হচ্ছে দেশের সাংস্কৃতিক অঙ্গন

মধুপুরে ৬ টি ইউনিয়নের সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের নব- নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত